Monday 8 June 2020

ইন কনভার্সেশান উইথ পুতলি বাই





( *পুতলি বাই* )
জানোনা মিথ্যে বলতে গেলে আমার গা ঢিঢি করে

( *নটবর মিত্তির* )
কি করে?

( *পুতলি বাই* )
না ইয়ে মানে শরীর খারাপ করে

( *নটবর মিত্তির* )
তা ওমন শরীর খারাপ হলে কি খাও?
প্যারাসিটামল নাকি চিকেন লেগপিস?

( *পুতলি বাই* )
আজ্ঞে না!! ফিসফিস করি
কানে মন্ত্র ঢেলে দিয়ে 
একবাটি নুন হলুদ ছড়িয়ে দি
ব্যাস,  
শরীর চাঙ্গা!!

( *নটবর মিত্তির* )
আজ্ঞে?

( *পুতলি বাই* )
ইয়ে মানে শরীর ফিট

( *নটবর মিত্তির* )
তা শুনলাম তোমার চোখে নাকি কাপড় বাধা?

( *পুতলি বাই* )
আরে ওটা আসলে প্যান্ডেমিক ট্রেন্ড
ভাইরাল সিন্স পোস্ট ইন্ডিপেন্ডেন্স
এখন নাকে মুখে ভাইরাস ওঠে
আর তখন চোখে চোখে ধরা পোরতো
তাই আর কি!! 
চোখে মাস্ক বেধে মাস্কেটিয়ার্স হয়েছি

( *নটবর মিত্তির* )
কি মার্ক্স? 
মানে ওই বা দিক ধরে ধস্তাধস্তি?

( *পুতলি বাই* )
আজ্ঞে না।। 
সবাই কে কি আর সমান ভাগে 
খাবার দিতে পারি?
আপনি খেলে তবেই কেয়ার অফে বাপের নাম
তাই ওটাকে মাস্ক বলো।। মাস্ক !! 


( *নটবর মিত্তির* )
শুনলাম তোমার নাকি 
একখানা সস্তার দাঁড়িপাল্লা আছে,
ফুটের সেলে শেষমেস ওটিই খুজে পেলে?
তা দাঁড়িপাল্লায় কি মাপোগো দিদি ভাই?

( *পুতলি বাই* )
ডানসাইডে মাপি কোরাপশান।
আর বাম সাইডে সংগ্রাম
ব্যাস দিনের মাশুল দিনে মেপে
হাল্কা মুতে ঘুমিয়ে পরি

( *নটবর মিত্তির* )
মানে? বামের থেকে ডান ভারি হে
এতে বিহিত হলো কই?

( *পুতলি বাই* )
বলি দিস্তা দিস্তা বই পড়ে
স্টুডেন্ট গুলা কি ছিড়বে শুনি?
ট্যায়া পয়সা কামাইতে গেলে ওতো হিতাহিত করতে নাই

( *নটবর মিত্তির* )
যত্তসব

( *পুতলি বাই* )
আরে তুমি ভায়া হাল্কা কেটে পরো দিকি
পার্টি আসার সময় হয়েচে
স্ট্যাচু স্ট্যাচু খেলতে হবে আবার,
আমার একটু মেকাপ ও বাকি
তুমি এখন ফোটো।।

                                        বশম্বদ শ্রী



মুল লেখাটি প্রকাশির\ত হয়েছে পান্ডুলিপি ওয়েব ম্যাগাজিনে 

1 comment:

  1. এটা সত্যি খুব ভালো একটা লেখা

    ReplyDelete