Friday 8 May 2020

Tantrum - একটি বালের কবিতা




বিষয়টা কিছুটা  classic কিছুটা খাঁসা
টুকটাক ঝুপঝাপ ঝাঁপ মেলে 
কবেকার ভুলে যাওয়া শব্দ পেলে 
কবিতায় স্পষ্ট  করি  
মাতৃভাষা

আহা! 
কত কিলোগ্রাম বাঙালিয়ানাগো?
বলোনা , 
জানার দরকার নেই বললেই চলে 
তবুও  বুঝ  
বুঝে নেওয়ার খুব প্রয়োজন 
Static form লেখা অভ্যাসের
দুর্দান্ত চুলচেরা বিশ্লেষণ ?

বুঝলে হরিহর ,ফেমিনিসিম ঘেঁষলে অমৃত পাওয়া যাবে
তাই বাপু স্থান কাল পাত্রে অমত থেকোনা যেন
কত বার ছন্দ মিলেছে
তাও দেখোনা 
শুধু সাধু বাদ দাও 

আজ্ঞে কত্তা??
শুধু সাধুবাদ দাও !!

আমরা যতটা লিখছি
ঠিক ততটাই কেউ পড়তে চায় কি?
কিংবা আমরা যতটা ভাবছি
ঠিক ততটাই কেউ লড়তে চায় কি?
জানিনা, 

কোনোদিন হাল  তবিয়াত জিজ্ঞাসাই করা হয়নি
ভালো কবিতা লিখতে পারে বলেই কিনা 
উনি দেখতে  সুন্দর  
সে কথা আমিও  মেনে নিয়েছি

হ্যাগো ,এবারের পুজোয় ভাত কাপড় এর বদলে
এক ব্যাগ কবিতা দেবে তুমি?
বিছানায় কবিতা কে মানিয়ে নিতে পারবে তো?
যদি পারোতো ভালো !!

উত্তর এর আশা ছাড়াই 
আমার চড়াই উতরাই 
আজ অধরা  থাকে তো, থাকুক
ভরপেট কবিতা গিলেই
বরং একটু হাত পা ছড়াই

                                        বশম্বদ শ্রী



2 comments:

  1. এতো ভালো লাগলো বোঝাতে পারবো না। অসম্ভব ভালো লেখা ❤️❤️❤️

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ,আপনিও পড়ুন আর অন্য সবাইকেও পড়তে বলুন।।

      Delete