Tuesday 5 May 2020

ঠিক যেটা চাই







তুমি আড়চোখে স্ট্রাগল দেখতে চাওনি
খুজতেও চাওনি পর্দার পিছনের ইতিহাসেরা কি বলে
এই গল্পের সাথেই ছিল মুঠো মুঠো অন্ধকার
তবুও তুমি
সাকসেস হিসেবে শিরোনামকেই ছাপালে

যখন ডিরেকশান থেমে যায়,
থেমে যায় ক্যামেরার হুজুগে আবদার
বিশ্বাস করো আমার ও একলা লাগে,
বিশ্বাস করো মনের ভেতরে
অজস্র অজুহাতেরা দানা বাধে
ভাবি যদি এই সাক্সেসের সমুদ্রেই
কোনদিন ডুবে যেতে হয়?
ভাবি যদি হঠাৎ করেই
একদিন হারিয়ে যেতে হয়?
প্রহরী সেজে কেউ কি
ফিরবার প্রতিক্ষায় থাকবে?

ব্যস্ত স্টেশন ছেড়ে যদি একটা
সামান্য রেল কমপার্টমেন্ট বেছেনি
কথা বলতে কিংবা বেচতে
জনস্রোত, মিডিয়ার বাইটস এরিয়েও
যদি তোমাকেই খুজে নি
কথা দাও আমার জীবনী জুড়ে
তুমি শুধু অজানাকেই লিখে যাবে?
জানো কি?
আমার চাকচিক্যের মাঝেও
একটা দিনতা আছে,
হাজার পেয়ে যাওয়াদের ভিড়েও
একটা স্বপ্ন দেখার ইচ্ছে আছে।
কিন্তু সে গল্প কেউ শুন্তে চায়না
কারন সে গল্পটা আসলে একটা বিবেক
কিংবা হয়ত একটা আয়না
সেই গল্পের নায়কের সম্বল বলতে
অনেক হতাশা
অনেক নিদ্রাহীনতা
অনেক অনেক অভুক্ত বিকেল
আজ যাকে চেনো কালো চশমার নেপথ্যে
এটা কিন্তু তারই গল্প
কখনো বাপ মা, কখনো ক্রিয়েটিভিটি
কখনো ডেডিকেশান,কখনো কমিটমেন্ট
অনবরত মৃত্যু মিছিল তার চোখ পচিয়ে দিয়েছে
অনেক অনেক মৃত্যু পেরিয়ে
ভেবোনা সে অতীত ভুলে গিয়েছে
আজকাল পেজথ্রির গুঞ্জনেও সে
মৃত্যু দেখতে জানে
তবে আজ তার অনুরাগী শিবির চাইনা
চাইনা ইটে গাথা কোন আলিশান মহল
বরং
একজন লেখক খুজে দাও
যে কিনা নিশব্দে পুতে দেবে অন্ধকার
আত্মজীবনী জুড়ে
(ক্রমশ)


নায়ক সিনেমার প্রক্ষাপটে তৈরী এই কবিতা ,মূল লেখাটি প্রকাশিত হয়েছে পাণ্ডুলিপি ওয়েব ম্যাগাজিনে 


1 comment: